ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

“মগনামা আদর্শ শিক্ষা নিকেতন” এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন

গিয়াস উ‌দ্দিন, পেকুয়া ::

পেকুয়া উপজেলার মগনামায় মগনামা আদর্শ শিক্ষা নিকেতনের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি নায়ন মু. মুজিবুর রহমান (প্রতিষ্ঠাতা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), মূখ্য আলোচক আরিফুর রহমান চৌধুরী মানিক( চেয়ারম্যান :চকরিয়া-পেকুয়া উন্নয়ন ফোরাম), বিশেষ অতিথিবৃন্দ সালাউদ্দিন মাহমুদ (সাবেক সভাপতি পেকুয়া উপজেলা ছাত্রলীগ), মাওলানা মুহাম্মদ নুর (অধ্যক্ষ, মগনামা মাঝির পাড়া শাহ রশিদিয়া সিনিয়র মাদ্রাসা),রুহুল আমিন চৌং,নাজিম উদ্দিন,ইসমাইল চৌধুরী,অায়োজন কমিটির আহবায়ক মাস্টার সালাহ উদ্দিন এম.এ,আয়োজন কমিটির সদস্য সচিব এড.জে.এম.জামশেদ উদ্দিন, সদস্য বিদ্যালয় পরিচালক আশেক বিন জলিল।সঞ্চালনায় ঃ এম.মনছুর আলম নানক ও মাস্টার দিদার হোসেন।আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য জসিম উদ্দিন, ইউপি সদস্য আজিজুল হক,সাবেক ইউপি সদস্য এস এম. জাকের হোছাইন,আরিফুল হক চৌধুরী,মাস্টার ওমর ফারুক বাবুল,মৌলানা ফোরকান,মাসউদ বিন জলিল,সরওয়ার আলম,ওসমান সরওয়ার বাপ্পি,আতিকুর রহমান,জয়নাল আবেদীন,রিদুওয়ানুল ইসলাম,আবুল কালাম,পারভেজ উদ্দিন নিশান,ইমরান খান,সোয়াইব উদ্দিন হিরু,ফয়েজ উল্লাহ,মিরাজুল আজম,মজিবুর রহমান চুন্নু, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষিকা বৃন্দ,অভিভাবক মন্ডলী, অনেক শুভকাঙ্খি প্রমুখ উপস্থিত ছিলেন।সকল বক্তা অত্র প্রতিষ্ঠানের সফলতা কামনা করেছেন।প্রতিষ্ঠানের পাশে আজীবন সাথে থাকার আশ্বস্ত করেন।

পাঠকের মতামত: