ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাস বন্ধ ঘোষণা

2016_07_26_15_49_04_qtGFb23VSombmjvmsxG2g6xlPTDxL6_original-300x167দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে সরকার।

হাইকোর্টের সম্প্রতি এক রায়ের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে বলে মঙ্গলবার (২৬ জুলাই) সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের একই আদেশে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম (আউটার ক্যাম্পাসসহ) বন্ধ ঘোষণা করা হয়।

হাইকোর্টের রায় অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার কথা বলা হলেও তারা কালক্ষেপণ করে আদালতের স্টে অর্ডার নিয়ে আউটার ক্যাম্পাস পরিচালনা করছিল।

পরে আদালতের আদেশে শিক্ষা মন্ত্রণালয় এ নির্দেশ দেয়।

আর দারুল ইহসান বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদের নিজেদের মধ্যে বিভেদ থাকায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হচ্ছিল।

পাঠকের মতামত: