ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

বারবাকিয়ায় বৌদ্ধ ধর্মীয় কঠিন চীবর দানোৎসব ও র‌্যালী অনুষ্ঠিত

pic-pekua-rkainনিজস্ব প্রতিনিধি. পেকুয়া:

পেকুয়ার বারবাকিয়া রাখাইন পাড়ার উদ্যোগে দু’দিন ব্যাপী বৌদ্ধ ধর্মীয় কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। বৌদ্ধ ধর্মীয় কঠিন চীবর দানোৎসব উপলক্ষ্যে গত ১২ নভেম্বর দুপুর ১ টায় রাখাইন পাড়ার শতাধিক রাখাইনরা বৌদ্ধ বিহার হতে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় বৌদ্ধ বিহার প্রাঙ্গনে অংথোইচিং এর সভাপতিত্বে দানোৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হারবাং শখ্য মনি বিহারের অধ্যক্ষ ও রাজজিন্দা মোহাটেরু। এতে বিশেষ অতিথি ছিলেন বিহারের উপদেষ্টা পরিষদের সদস্য বাবু মংখেরী রাখাইনের স্বধমনী ধৈ গংজামে, পেকুয়া থানার এ এস আই মনতোষ চাকমা। উক্ত দানোৎসবে রাখাইনরা উপস্থিত ছিলেন। উক্ত উৎসবে রাখাইন ধর্মীয় চর্চা ও রাখাইনরা ভ্রান্তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পাঠকের মতামত: