ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

বান্দরবানে ৭ একর জমিতে নিষিদ্ধ পপির সন্ধান

বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের গভীর জঙ্গলে সাত একর জমিতে মাদক উৎপাদনের জন্য খ্যাত নিষিদ্ধ পপি গাছের সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এরপর অভিযান চালিয়ে চারটি পপিক্ষেত ধ্বংস করেছে র‌্যাব।

আজ শুক্রবার সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত জেলার রুমা উপজেলার কেওক্রাডং এলাকায় এই অভিযান চালিয়ে এ পপিক্ষেত ধ্বংস করে র‌্যাব।

র‌্যাব ৭-এর অধিনায়ক মশিউর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় র‌্যাব কাউকে আটক করতে পারেনি বলে জানান তিনি।

রুমা উপজেলা শহর থেকে প্রায় ২০ কিলোমটার দূরে কেওক্রাডংয়ের আশপাশে গভীর জঙ্গলে পপির চাষ হচ্ছিল। অভিযান চালিয়ে, চারটি ক্ষেত থেকে প্রায় ৬০ কেজি পপির রস উদ্ধার করা করা হয়, যা থেকে আফিম তৈরি হয়। এছাড়া এটি থেকে হেরোইন ও মরফিনও তৈরি করা যায় বলে জানা গেছে।

পপি চাষের জমির মালিককে খোঁজা হচ্ছে এবং এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছে র‌্যাব সূত্র।

পাঠকের মতামত: