ঢাকা,শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

বান্দরবানে পাথর উত্তোলন বন্ধে চার সচিবসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

mamla-300x160বান্দরবান প্রতিনিধি ।।

বান্দরবানে প্রচলিত সরকারি আইন বিধিনিষেধ অমান্য করে প্রবহমান পাহাড়ি ঝিরি ঝর্ণা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ৪ মন্ত্রণালয়ের সচিবসহ ১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে গতকাল রোববার। বান্দরবানের সিনিয়র সহকারী জজ মনিশা মহাজনের আদালতে মামলাটি দায়ের করেন লামা উপজেলার ফাঁসিয়া খালী এলাকার বাসিন্দা শিমুল জলাই ত্রিপুরা। এই মামলায় আদালত পাথর উত্তোলন বন্ধে কেন স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে না মর্মে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা যায়, জেলার লামা উপজেলার ফাঁসিয়া খালী ইউনিয়নের বিভিন্ন এলাকার পাহাড়ি ঝিরিঝর্ণা থেকে একটি মহল অবাধে অবৈধভাবে পাথর উত্তোলন করে যাচ্ছে। এর ফলে পানির উৎস যেমন হারিয়ে যাচ্ছে তেমনি পরিবেশের উপর বিরুপ প্রভাব পড়ছে। পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ হতে কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে শিমুল জলাই ত্রিপুরা সিনিয়ন সহকারী জজের আদালতে ৪ মন্ত্রণালয়ের সচিবসহ ১২ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন রোববার। মামলার আসামিরা হচ্ছেন পার্বত্য মন্ত্রণালয়, খনিজ সম্পদ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৪ সচিব। এছাড়াও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এছাড়া ২ পাচারকারী লামা পৌরসভার বাসিন্দা প্রদীপ দাশ ও ছাগল খাইয়া এলাকার বাসিন্দা আলী হোসেন আসামির তালিকায় রয়েছেন। আসামিদের প্রতি আদালত আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

 

পাঠকের মতামত: