ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

পেকুয়া প্রতিনিধি ::

কক্সবাজারের পেকুয়ায় সড়ক দূর্ঘটনায় জন্নাতুল নাঈম (৪) নামের এক শিশু কন্যা নিহত হয়েছে। সে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ষাটধনিয়া পাড়া এলাকার মোঃ বেলাল হোসাইনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিমেন্ট ভর্তি দুটি নসিমন গাড়ি রাস্তায় পাল্লা দিয়ে চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি নসিমন রাস্তার পাশে উল্টে যায়। নিহত ওই শিশুটি প্রতিদিনের ন্যায় আজ সকালে ফোরকানিয়া মাদ্রাসা থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে দ্রুতগামী নসিমন গাড়ি ধাক্কা দেয়।

স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে পেকুয়া হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় । দূর্ঘটনায় কবলিত নসমিন গাড়ির চালক একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পেকুয়ার চর এলাকার আব্দু শক্কুরের ছেলে নুরুল আবছার। ঘাতক নসিমন চালক ওই আবছারকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃত দেহ উদ্ধার পূর্বক পরিবারের কাছে হস্তান্তর করে। মঙ্গলবার আছরের নামাজের পর নিহতের দাপন সম্পন্ন করে তার পরিবার।

পাঠকের মতামত: