ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

পেকুয়ায় শিল্প প্রদর্শণী বিক্রয় মেলার উদ্ভোধন

এম, দিদারুল করিম, পেকুয়া :::      কক্সবাজারের পেকুয়ায় প্রথমবারের মেতো ২৭ দিন ব্যাপি আয়োজিত বস্ত্র, হস্ত ও কুটির শিল্প প্রদর্শণী বিক্রয় মেলার আনুষ্টানিতা সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গতকাল ১ এপ্রিল রবিবার বিকালে মেলার আনুষ্টানিক উদ্ভোধন করা হয়। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা ও কক্সবাজারের আপন কমিউনিকেশনের উদ্দ্যোগে আয়োজিত বস্ত্র, হস্ত ও কুটির শিল্প প্রদর্শণী বিক্রয় মেলার প্রধান অতিথি ও উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রজমান চেয়ারম্যান। পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্টিত উদ্ভোধন ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পেকুয়ার থানার ওসি (তদন্ত ) মনজুরুল কাদের মজুমদার, পেকুয়া আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ নেওয়াজ চৌধুরী বিঠু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কক্সবাজার জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত কমন্ডার মোঃ শাহজাহান, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ হোছাইন তানিম, আয়োজক কমিটির কাজী মোরশেদ আলম বাবু, মোঃ ইকবাল, টইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, উজানটিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ.টি.এম শহিদুল ইসলাম চৌধুরী, পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এম,কপিল উদ্দিন বাহাদুর ও সাধারাণ সম্পাদক এহ্তেসামুল হক। আয়োজক কমিটির সমন্বয়ক সাহেদ আলী সাহেদ জানান, পেকুয়ায় প্রথমবারের মেতো অনুষ্টিত এ মেলায় থাকছে দর্শক ও শিশু কিশোরদের আকর্শনীয় মন মাতানো পুতু নাচ, নৌকা বাইচ, দোলনা, নাগর দোলা, রেল ভ্রমণ, রংপুর থেকে আগত দি নিউ ডিজিটাল সার্কাস, জাতীয় পুরষ্কারপ্রাপ্ত এএইচ মিলনের জাদু প্রদর্শণী, মৃত্যু কূপ মটর সাইকেল, কার বাইচ ও রয়েছে একাদিক প্রদর্শণী। এছাড়া মেলায় আগত দর্শকদের বিকি-কিনির সুবিধার্থে রয়েছে অর্ধ শতাধিক স্টল। বসানো হয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামরা। মেলার শুরু থেকে শেষ দিন পর্যন্ত মেলার আয়োজক কমিটির পক্ষে এলাকার হত দরিদ্র স্কুল পড়–য়া শিক্ষার্থী ও অসহায় প্রতিবন্ধিদের দেওয়া হবে নগত অর্থ সহায়তা।

পাঠকের মতামত: