ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

পেকুয়ায় র‍্যাবের অভিযানে দুই সন্ত্রাসী আটক, ‍১১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

পেকুয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ দুই চিহ্নিত সন্ত্রাসীকে আটক করে র‍্যাব।

সোমবার (৫মার্চ) বিকেলে উপজেলা টইটং ইউনিয়নের নাপিতখালী এলাকায় র‍্যাব- ৭ কক্সবাজারের অধিনায়ক মেজর রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় ১১ একনলা বন্দুকসহ চিহ্নিত সন্ত্রাসী ছৈয়দ নূর ও আব্দুল কাদেরকে আটক করে র‍্যাব। ছৈয়দ নূর একই এলাকার জাফর আলম ছেলে ও আব্দুল কাদের মোঃ হোসেনের ছেলে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে র‍্যাব- ৭ কক্সবাজারের অধিনায়ক মেজর রুহুল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব- ৭ কক্সবাজারের একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এতে বিপুল আগ্নেয়াস্ত্র সহ দুই সন্ত্রাসীকে আটক করা হয়ে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে থানায় হস্তান্তর করা হবে।

স্থানীয়রা জানান, তারা উভয়ই টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলামের নেতৃত্বাধীন দা বাহিনীর সদস্য। এই দা বাহিনীর অত্যাচারে টইটং ইউনিয়নের বাসিন্দারা অতিষ্ঠ। গত ২২ফেব্রুয়ারি দা বাহিনীর অপর সদস্য জমির হোসেনকে দেশীয় তৈরি বন্দুক ও তাজা কার্তুজ সহ গ্রেপ্তার করে পেকুয়া থানা পুলিশ। পেকুয়ায় হত্যা অপহরণ সহ বিভিন্ন অপরাধ বন্ধে দা বাহিনী প্রধান জাহেদকে আটকের দাবীও জানান তারা।

পাঠকের মতামত: