ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক সংস্কার

‍ুুুুুুপেকুয়া সংবাদদাতা ::
পেকুয়ায় অত্যন্ত নিম্নমানের নির্মান সামগ্রী দিয়ে অব্যাহতভাবে সংস্কার কাজ বাস্তবায়ন হচ্ছে আঞ্চলিক মহাসড়ক (এবিসি সড়ক)। এ নিয়ে গত কয়েক দিন ধরে স্থাণীয় পত্রিকায় এবিসি সড়ক সংস্কার ও কার্পেটিংয়ের কাজে অনিয়মের বিষয়ে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশিত হলেও সংশ্লিষ্ট সওজ বিভাগ দূর্নীতিবাজ ঠিকাদারের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। এ নিয়ে পেকুয়ার জনমনে ক্ষোভ বিরাজ করছে। এছাড়াও সড়ক ও জনপথ বিভাগের চকরিয়া সার্কেল অফিসের কার্য সহকারীর তত্বাবধানে রাতের আধারেও এবিসি সড়কের কার্পেটিংয়ের কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারী প্রতিষ্টান ম্যাক কনষ্ট্রাকশনের লোকজন। এ নিয়ে সচেতন দেখা দিয়েছে নানা ধরনের প্রশ্ন।

জানা গেছে, চলতি অর্থ বছরে কক্সবাজারের আঞ্চলিক মহাসড়ক সংস্কার কাজ বাস্তবায়ন চলছে। পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের বাঁশখালী সিমান্ত ব্রিজ থেকে প্রায় ১৮কি.মিটার চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের লাল ব্রিজ পর্যন্ত সংস্কার কাজ এগিয়ে চলছে। এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন এবিসি সড়কের সংস্কার কাজে পেকুয়ার সদর ইউনিয়নের সিকদারপাড়া থেকে বাঘগুজারা সিমান্ত ব্রিজ পর্যন্ত প্রায় ৪কি.মিটার কাজে ব্যাপক অনিয়ম চলছে। সংশ্লিষ্ট ম্যক ইঞ্জিনিয়ারিং লি.ঠিকাদারি প্রতিষ্টান সংস্কার কাজে চরম অনিয়মের আশ্রয় নিয়েছে। পেকুয়া সদর ইউনিয়নের নন্দীরপাড়া, বাজারপাড়া, হরিনাফাড়ি ও সিকদারপাড়া এলাকার স্থানীয়রা জানিয়েছেন সড়ক সংস্কারে সড়কের বিপুল অংশে খানাখন্দকে ম্যাকাডমে দেয়া হচ্ছে নি¤œমানের ইটের কংকর।

সুত্র জানিয়েছেন সড়ক সংস্কারে কার্পেটিংয়ে বিদেশ থেকে আমদানিকৃত চোলায় পাথর ও সিলেটি বালি ব্যবহারের কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্টান এসবের পরিবর্তে ব্যবহার করছেন স্থানীয় পাথর ও পাহাড়ি বালি। ইটের কংকরগুলো খুবই নিম্নমানের। অধিকাংশ ইট ধোয়াশা হয়ে গেছে। মাটি মিশ্রিত খোয়াগুলো খুবই নিম্নমানের হওয়ায় সেগুলো হাতে চাপ দিলে মিশে যায়। অপরদিকে কার্পেটিংয়ে বিটুমিন দেয়া হচ্ছে ময়লাযুক্ত করে। ১ম ধাপে সড়ক পরিস্কার না করে সরবরাহ দেয়া হচ্ছে তৈয়লাক্ত বিটুমিন। ফলে কাদাযুক্ত মাটিসহ বিটুমিন সরে যাচ্ছে সড়ক থেকে। এজিং তৈরিতেও নি¤œমানের ইট ব্যবহৃত হচ্ছে এবিসি সড়কে। এদিকে গতকাল বুধবার নন্দীরপাড়া চৌমুহনী পয়েন্টে নিম্নমান সামগ্রী দিয়ে সড়ক সংস্কার হওয়ায় স্থানীয়রা প্রতিবাদ মুখর হয়েছে। তারা ঠিকাদারি প্রতিষ্টানের এ অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। কাজের স্বচ্ছতা নিশ্চিত না হওয়া পর্যন্ত কাজ স্থগিত রাখার দাবি করেছেন। সড়ক ও জনপদ বিভাগ (সওজ) ওই কাজ বাস্তবায়ন করছেন।

জানা গেছে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (একনেক) এবিসি সড়ক পুনঃসংস্কারের জন্য প্রায় সাড়ে ১৩কোটি টাকা বরাদ্ধ দেন। এরই ভিত্তিতে আঞ্চলিক মহাসড়কের প্রায় ১৮কি.মিটার জুড়ে সংস্কার কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্প তদারকি কর্মকর্তা প্রকৌশলী ফরিদ আলম জানিয়েছেন কাজের মান নিয়ন্ত্রিত হচ্ছে সুচারুরুপে। সওজ বিভাগ সার্বক্ষনিক কাজ তদারকি করছেন। কোন ধরনের অনিয়মের আশ্রয় নেয়া হয়নি।

 

পাঠকের মতামত: