ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় চালককে অজ্ঞান করে টমটম ছিনতাই

পেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় চালককে অজ্ঞা12144705_889534974455838_5989135785643671443_nন করে ছিনতাই করা হয়েছে টমটম। এ সময় মুমর্ষ অবস্থায় চালককে পথচারিরা উদ্ধার করে পেকুয়া স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। এদিকে ওই চালকের অবস্থা অবনতি হওয়ায় এদিন তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার সকালে উপজেলার সদর ইউনিয়নে। চালকের নাম জাহাঙ্গীর আলম (৪০)। তিনি সদর ইউনিয়নের আন্নর আলী মাতবরপাড়া এলাকার মৃত.এজাহার মিয়ার ছেলে বলে জানা গেছে। স্থানীয়সুত্রে জানা গেছে জাহাঙ্গীর আলম প্রতিদিনের মত তার মালিকানাধীন টমটম নিয়ে নিজ বাড়ি থেকে সকালে বের হয়। রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে। গতকাল সোমবার চকরিয়া উপজেলার হারবাং লাল ব্রিজ সংলগ্ন স্থানে অজ্ঞান অবস্থায় চট্টগ্রাম-মগনামা সড়কের এস.আলম সাভিসের ড্রাইভার বাদশাহ তাকে দেখতে পায়। পরে বিষয়টি সদরের ইউপি সদস্য মাহবুল করিমকে তিনি অবগত করেন। সদরের ৫নং ওয়ার্ড়ের ইউপি সদস্য মাহবুল করিম জানান খবর পাওয়ার টমটম চালকের পরিবারের লোকজন নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের হারবাং লাল ব্রিজ প্রয়েন্ট থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। সম্ভবত যাত্রী বেশে অজ্ঞানপার্টি ড্রাইভারকে অজ্ঞান করে টমটম গাড়িটি ছিনতাই করেছে বলে তিনি জানিয়েছেন।

পাঠকের মতামত: