ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় ঘরের দেয়াল চাপা পড়ে বৃদ্ধা নিহত

চকরিয়া প্রতিনিধি :::

কক্সবাজারের পেকুয়ায় মাটির ঘরের দেয়াল চাপা পড়ে আনোয়ারা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। সোমবার বেলা ৩ টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের পাহাড়ি হাছানের ঝুম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম ওই এলাকার মৃত মহসিন আলীর স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে টৈটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, অতিবৃষ্টির কারণে মাটির তৈরি দেয়াল নরম হয়ে যায়। এতে ঘরের দেয়াল ধসে পড়লে মাটি চাপা পড়ে মারা যায় আনোয়ারা বেগম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল-উল করিম বলেন, নিহতের লাশ উদ্ধারের চেষ্টা চলছে। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হবে।

 

পাঠকের মতামত: