ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় এক কিশোরী অপহৃত

এম.জুবাইদ. নিজস্ব প্রতিনিধি ::

কক্সবাজারের পেকুয়ায় শারমিন আক্তার (১৭) নামের এক কিশোরী অপহৃত হয়েছে। মঙ্গলবার (২৮নভেম্বর) এ ঘটনায় কিশোরীর ভাই কামাল হোসেন বাদী হয়ে পেকুয়া থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানাযায়, গত শনিবার (২৫ নভেম্বর) মগনামা ইউনিয়নের চান্দার পাড়া এলাকা থেকে শারমিন আক্তারকে অপহরণ করা হয়। অপহৃত কিশোরী একই এলাকার জাফর আলমের কন্যা।

কিশোরীর ভাই কামাল হোসেন জানান, ইউনিয়নের কাজী মার্কেটে ডাক্তারের কাছে যাওয়ার পথে একই এলাকার মৃত মোক্তার আহমদের পুত্র মোঃ রিদুয়ান, মৃত শমশুল আলমের ছেলে বদি আলম ও তার পুত্র মোজাম্মেল সহ আরো ৭-৮জন ব্যক্তি আমার বোনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এখনো তার সন্ধান মেলেনি।

আমরা বিভিন্ন জায়গায়ও খুঁজে তার সন্ধান না পাওয়ায় পুলিশের সহায়তা নিয়েছি। এজাহার পাওয়ার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে প্রেম ঘটিত ব্যাপার বলে মনে হচ্ছে। তারপরেও অপহৃতকে উদ্ধারের জোর চেষ্টা চালানো হচ্ছে।

পাঠকের মতামত: