ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গিয়াস উ‌দ্দিন, পেকুয়া ::
কক্সবাজারের পেকুয়ায় পুলিশ অভিযান চালিয়ে আবদুল করিম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসময় তার কাছ থেকে ১শ পিস ইয়াবা  উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪০ হাyaba atokজার টাকা বলে পুলিশ জানিয়েছেন।
আজ বুধবার সন্ধ্যা ৬ টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের সাবেক গুলদি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী আবদুল করিম ওই এলাকার ছৈয়দ নুরের ছেলে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমিসহ থানার এসআই কামরুল, এএসআই মনতোষ চাকমাসহ থানার একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে সাবেক গুলদি থেকে তাকে গ্রেপ্তার করি। এসময় তার শরীরে তল্লাসি চালিয়ে ১শ পিস ইয়াবা বড়ি উদ্ধার করি। যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
তিনি আরো বলেন, এঘটনায় মাদক ব্যবসায়ী আবদুল করিমের বিরুদ্ধে এএসআই মনতোষ চাকমা বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

পাঠকের মতামত: