পেকুয়া প্রতিনিধি :::
পেকুয়ায় বাংলাদেশ আ’লীগের প্রতিনিধি টিম দুর্গত এলাকায় পরিদর্শনে এসেছেন। আ’লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রহমান এমপির নেতৃত্বে একটি প্রতিনিধি টিম শুক্রবার পেকুয়ার দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। দুপুর দেড়টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের দুর্গত এলাকা পরিদর্শন করেন। এ সময় ওই ইউনিয়নের দুর্গতদের মাঝে সরকারের জিআর বরাদ্দের চাল তুলে দেন। সরকারের ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় জরুরী ভিত্তিতে দু’ইউনিয়নের জন্য ওইদিন ৫টন খাদ্য শস্য বরাদ্দ দেন। এর আগের দিন উপকুলীয় তিনটি ইউনিয়নের জন্য তিন টন করে ও অপর চার ইউনিয়নের ১৩টন খাদ্য শস্য বরাদ্দ দেন। দুপরে উজানটিয়া ইউনিয়ন পরিষদে আ’লীগের যুগ্ন সম্পাদক আব্দুর রহমান এমপি ত্রান বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়। ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও আ’লীগ নেতা নাছির উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আ’লীগের যুগ্ন সম্পাদক আব্দু রহমান এমপি বলেন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দুর্গত এলাকায় পরিদর্শনে এসেছি। এখানকার বাস্তব চিত্র প্রত্যক্ষ করতে নেত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন আপনাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। কোন মানুষ না খেয়ে থাকতে পারেনা। আ’লীগ খেটে খাওয়া মানুষের খোঁজ খবর রাখে। দুর্গত এলাকায় ত্রান তৎপরতা জোরদার করবে সরকার। পুর্নবাসন সহায়তা জোরদার করা হচ্ছে। কোন মানুষ গৃহহীন থাকবেনা। শেখ হাসিনা বাংলার মানুষের জন্য রাজনীতি করেন। তার সবচেয়ে আপন ও প্রিয় মানুষ হচ্ছে এদেশের খেটে খাওয়া মানুষ। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সিআইপি, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলম, জেলা আ’লীগ শিল্প ও বাণিজ্য সম্পাদক খালিদ মুহাম্মদ, জেলা আ’লীগ সদস্য এস.এম গিয়াস উদ্দিন, কমর উদ্দিন, উম্মে কুলসুম মিনু, কেন্দ্রীয় যুবলীগের নেতা বদিউল আলম বদি, পেকুয়া উপজেলা যুবলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক মো.বারেক, যুগ্ন সম্পাদক সাংবাদিক নাজিম উদ্দিন, সাংবাদিক জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মুহাম্মদ হাসেম, দপ্তর সম্পাদক রেজাউল করিম, ছাত্রলীগ সভাপতি কফিল উদ্দিন বাহাদুর, যুবলীগ নেতা আহমদ হোসেন, এড.ওসমান গনি, আব্দুল করিম, বাদশাহ, তারেক, ছাত্রলীগ নেতা আমিন, ফারুখ, নিশান, খোরশেদ, স্থানীয় ইউপি সদস্য শাহ জামাল, ওসমান গনি, জয়নাল আবেদীন হাজারী, আহসান হাবিব, জাফর আহমদ চৌধুরী প্রমুখ। ওইদিন উজানটিয়া ইউনিয়নে তিনশ পরিবারকে ১০ কেজি করে খাদ্য শস্য বিলি করে। এদিকে একইদিন বিকেল তিনটার দিকে উপজেলার মগনামা ইউনিয়নে জি.আর চাল বিতরন করা হয়েছে। প্রধান মন্ত্রীর নির্দেশে জেলা আ’লীগের একটি প্রতিনিধি টিম ত্রান কার্যক্রমের শুভ সুচনা করেছেন। ইউপি কার্যালয়ে দুর্গতদের মাঝে জিআর খাদ্য শস্য বিলি করেছেন প্রতিনিধি টিম। চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়। এ সময় বক্তব্য দেন জেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সিআইপি, সহ-সভাপতি এড.আমযাদ হোসাইন, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলম এমএ, জেলা আ’লীগ সদস্য গিয়াস উদ্দিন, কমর উদ্দিন আহমদ। ওইদিন মগনামা ইউনিয়নে ২শ পরিবারকে ১০ কেজি করে চাল বিলি করেছেন। ইউপি সদস্য শাহেদ, নুর মুহাম্মদ মাদু, নুরুল আজিম, নুর মুহাম্মদ বদ, জসিম উদ্দিন, জাইদুল হক, ফারজানা ইয়াসমিন মুন্নি, ফাতেমা নার্গিস, আলীগ নেতা আশেক বিন জলিল, দুলামিয়া, রাহামত উল্লাহ, মো.কাছিম এ সময় উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত: