ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় আ’লীগ সমর্থিত দুই চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা

hamla__1ইমরান হোসাইন. পেকুয়া :

পেকুয়া উপজেলায় আওয়ামীলীগ সমর্থিত দুইজন চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার খবর পাওয়া গেছে।

জানা গেছে, বারবাকিয়া ইউনিয়নের আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জি.এম কাশেম এর সভাস্থল লক্ষ করে ককটেল বোমা হামলার ঘটনা ঘটে। গতকাল সোমবার রাত আনুমানিক নয়টার দিকে বারবাকিয়া সিনিয়র(ফাজিল) মাদ্রাস তার প্রথম নির্বাচনী সভা চলাকালীন সময়ে এ হামলা হয়।

এব্যাপারে চেয়ারম্যান প্রার্থী জি.এম কাশেম বলেন, আমার প্রতিদ্বন্ধী জামায়াত নেতা এইচ এম বদিউল আলমের নির্দেশে এলাকার চিহ্নিতি জামায়াত-শিবিরের নেতারা এ হামলা চালায়।

অপরদিকে, মগনামা ইউনিয়নের আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী খাইরুল এনামের বসত ঘরে হামলার ঘটনা ঘটে। গতকাল সোমবার রাত দশটা দশ মিনিটের দিকে এ হামলার হয় বলে জানা গেছে।

এব্যাপারে চেয়ারম্যান প্রার্থী খাইরুল এনাম বলেন, আমার প্রতিদ্বন্ধী বিএনপি প্রার্থী শারাফাত উল্লাহ্র, মগনামা ইউনিয়ন বিএনপির সম্পাদক হারুনুর রশীদ, এনায়েত উল্লাহ ও সুলতান আহমেদ বাদশার নেতৃত্বে প্রায় শতাধিক বিএনপি নেতা-কর্মী দেশীয় অস্ত্র সহকারে আমার বসত ঘরের পিছনের অংশে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর এবং লুটপাঠ চালায়। পরে, পুলিশ ও স্থানীয় জনগন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনর্চাজ উভয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পাঠকের মতামত: