ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় অস্ত্র, কাতুর্জসহ আটক ১

FB_IMG_1492737150708গিয়াস উ‌দ্দিন, পেকুয়া ::

দেশীয় তৈরী লম্বা বন্দুক ও দু’রাউন্ড কাতুর্জ সহ একজনকে আটক করেছে ডিবি পুলিশ। অস্ত্র ও কাতুর্জসহ আটক ব্যক্তির নাম নুরুল ইসলাম প্রকাশ এনায়েত উল্লাহ প্রকাশ আয়াত উল্লাহ(৩২)। তি‌নি পেকুয়া টইটং বাজার পাড়া এলাকার মৃত নজির আহম্মদের পুত্র। গত মঙ্গলবার রাত বুহস্পাতবার রাত ১০টার সময় চক‌রিয়া বরইতলী এলাকা থে‌কে গোপন সংবাদের ভিত্তি‌তে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী ‌ডি‌বি পু‌লি‌শের অফিসার মো: কামাল হোসেন জানান, আটক ব্যক্তি অস্ত্র ব্যবসায়ী এবং অস্ত্র বিক্রির জন্য ঘটনাস্থলে আসার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। চকরিয়া থানার মামলা নং ৪২, তারিখ ২০/৪/১৭।

পাঠকের মতামত: