ঢাকা,শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার

পেকুয়া অফিস:

পেকুয়ায় অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত ৩ টার দিকে কক্সবাজারের আবাসিক হোটেল সিপল থেকে কক্সবাজার থানা পুলিশ ও পেকুয়া থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়। তার নাম খুকু মনি(১৪)। সে মগনামা ইউনিয়নের চেরাংঘোনা এলাকার আবু তাহেরের মেয়ে ও পেকুয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্রী। জানা যায়, গত মঙ্গলবার মাদ্রাসা ছুটির পর ওই ছাত্রী পেকুয়া জিএমসির সামনে আসলে পথে ওৎপেতে থাকা পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব বাইম্যাখালী গ্রামের আছত আলীর পুত্র বখাটে রিয়াজ উদ্দিন শুক্কুর ওই ছাত্রীকে জোরপূর্বক সিএনজিতে তোলে নিয়ে যায়। এ ঘটনায় মেয়ের পিতা পেকুয়া থানায় অভিযোগ দায়ের করলে পেকুয়া থানা পুলিশ ওই স্থান থেকে ছাত্রীকে উদ্ধার করে। এ ঘটনায় প্রধান আসামী রিয়াজ উদ্দিন শুক্কুরসহ তিনজনকে আটক করা হয়। পরে পেকুয়া থানায় মেয়ের বড় ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। অভিযোগ উঠেছে, ওই ছাত্রী মামলার প্রধান আসামীর সাথে প্রেমের সুত্র ধরে পালিয়ে গিয়েছিল। ঘটনার সাথে প্রধান আসামী জড়িত থাকলেও অন্য দুইজন আসামী যথাক্রমে নুর মোহাম্মদের পুত্র ফয়সাল ও মাহামুদুল করিমের ছেলে পারভেজ জড়িত নেই। এটা বাদীপক্ষও স্বীকার করেন। ফয়সালের বড় ভাই জিয়াউর রহমান জানান, আমার ভাই ঘটনার সাথে জড়িত নেই। সে নিরীহ স্বত্তেও তাকে মামলায় জড়ানো হয়েছে। ওই মেয়ের সাথে একাধিক ছেলের সাথে সম্পর্ক রয়েছে। এ ব্যাপারে পেকুয়া থানার এস,আই শিমুল বড়–য়া জানান, তিনি ছাত্রী উদ্ধার ও আসামী আটকের কথা স্বীকার করেন। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

############

পেকুয়ায় বিচার না পেয়ে হামলা আহত-১

পেকুয়া অফিস:

পেকুয়ায় বিচার না পেয়ে ১ ব্যক্তিকে হামলা করে গুরুতর জখম করা হয়। আহত ব্যক্তির নাম শফি আলম(৬৯)। তিনি ওই এলাকার মৃত ছাবের আহমদের পুত্র। আহত ব্যক্তিকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ২৮ মার্চ রাত ৮ টার দিকে উজানটিয়া ইউনিয়নের মিয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, টাকার লেনদেনের বিষয়ে উজানটিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মিয়ারপাড়া এলাকার মৃত ছাবের আহমদের ছেলে শফি আলম গংদের সাথে ছিদ্দিকের পুত্র বাদশা মিয়া গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে পেকুয়া থানায় ২৮ মার্চ বিকাল ৪ টার দিকে বিচারের দিনক্ষন ছিল। পেকুয়া থানার এস,আই কামরুল হাসান উক্ত বিষয়ে যাচাই বাছাই করে শামসু মিয়া গংদের ১২ হাজার টাকা বাদীপক্ষকে আদায় করতে বলা হয়। উক্ত বিচার না মেনে বিবাদী গন লাঠি ও হাতুড়ি দিয়ে ওই বৃদ্ধকে পিটিয়ে জখম করে।

পাঠকের মতামত: