স্টাফ রিপোর্টার. পেকুয়া ::::
পেকুয়ার এক স্যাটেলাইট ব্যবসায়ীকে চকরিয়ায় অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত ১ জুন রাত সাড়ে ১০ টায় চকরিয়া ইসলামী ব্যাংক এটিএম বুথের সামনে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী বাদী হয়ে চকরিয়া থানায় অপহরণকারীদের বিরুদ্ধে এজাহার দায়ের করে। এজাহারসূত্রে জানা যায়, পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি এলাকার আজগর আলীর পুত্র ও পেকুয়া চৌমুহনী ষ্টশনের আমিন ইলেকট্রনিক্সর মালিক নুরুল আমিন ওই দিন ব্যবসায়ীক মালামাল ক্রয় করে পেকুয়াস্থ দোকানে আসার পথে চকরিয়া ইসলামী ব্যাংকের এটিএম বুথের সামনে পৌছামাত্র চকরিয়া পৌরসভার রুহুল আমিনের পুত্র ফজলুল কাদের জনি, ফজলুল কাদের রনি ও রুহুল আমিনসহ আরো ২/১ জন পথরোধ করে তাদের দোকানের ২য় তলার অন্ধকার রুমে নিয়ে যাওয়ার সময় তার শোর চিৎকারে ওই ব্যবসায়ীর পরিচিত এক শিক্ষক তাকে বাচাঁতে গেলেও তারা ওই শিক্ষককে হত্যার হুমকি দিয়ে নাজাহাল করে তাড়িয়ে দেয়। পরে বিষয়টি স্থানীয়দের জানাজানি হলে ব্যবসায়ী ও পথচারীরা এগিয়ে গিয়ে আসলে তারা তাকে কিল ঘুষি দিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়ায় পৌছিয়ে দেয়। তারপর ওই ব্যবসায়ী কে পেকুয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভোক্তভোগী ব্যবসায়ী নুরুল আমিন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন তার কাছ থেকে তারা ল্যাপটপের ব্যাগে থাকা ৫৫ হাজার, ৩টি মোবাইল সেট যার মূল্য ৩৫ হাজার টাকাসহ মালামাল ছিনিয়ে নেয়। সে আরো জানায় তাদের দোকান থেকে বেশ কিছুদিন ধরে মালামাল ক্রয় না করায় ক্ষিপ্ত হয়ে তারা এ ঘটনাটি ঘটিয়েছে।
এ ব্যাপারে চকরিয়া থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি কোন অভিযোগ পাননি বলে জানান।
পাঠকের মতামত: