মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া :::
কক্সবাজারের পেকুয়া প্রেস ক্লাব আয়োজিত ইউএন ও মারুফুর রশিদ খানের বিদায় স¤॥^র্ধনা অনুষ্টানে বক্তারা বলেছেন, মারুফুর রশিদ ছিলেন একজন সৎ মানুষ। সততার মডেল। ইউএন ও মারুফ সারা বাংলাদেশের সরকারী কর্মকতাদের জন্য একজন অনুসরণীয় মানুষ। বক্তারা আরো বলেছেন, বিগত দুই বছর ধরে সাধারন মানুষের কাতারে গিয়ে পেকুয়ায় অত্যন্ত সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে প্রেস ক্লাব মিলনায়তনে পেকুয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি এড মীর মোশারফ হোসেন টিটুর সভাপতিত্বে ও ক্লাবের সেক্রেটারী আবদুল্লাহ আনসারীর পরিচালনায় অনুষ্টিত বিদায় স¤॥^র্ধনা অনুষ্টানে প্রধান অথিতির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য এস এম গিয়াস উদ্দিন, বিশেষ অথিতিদের মধ্যে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী বিটু, সাধারান সম্পাদক আবুল কাসেম, শিক্ষাবিদ শাহাজাহান চৌধুরী, এড কামাল হোসেন, জিয়া কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, পেকুয়া জিএমসির প্রধান শিক্ষক জহির উদ্দিন, জাতীয় পার্টির পেকুয় উপজেলা সভাপতি এস এম মাহবুব ছিদ্দিকী, উজনাটিয়ার ইউপি চেয়ারম্যান এটিএম শহিদুল ইসলাম চৌধুরী, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম, সাংবাদিক দিদারুল করিম প্রমুখ।
পাঠকের মতামত: