ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক প্রচারপত্র বিলি

এম.মনছুর আলম, চকরিয়া :   মহাসড়কে জনসচেতনতা বাড়াতে ” নিরাপদে গাড়ি চালাই-নিজে বাঁচিঅন্যকে বাঁচাই “এ স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায়  নানা ধরনের লেখা সম্বলিত স্টিকার ওলিফলেট বিতরণ করা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের প্রচারণায় ও চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে পৌরশহর ও মহাসড়কেউপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে জনসচেতনতা বাড়াতে এ লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। এছাড়াও মাতামুহুরীসেতুর পার্শ্বে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় বিষয়ে লেখা একটি ট্রাফিক সাইন বোর্ড টাঙ্গানো হয়।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র মো: আলমগীর চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত। উক্ত সচেতনতামুলক প্রচারণায় একাত্মতা প্রকাশ করে অংশ নেন পৌরসভারপ্যানেল মেয়র বশিরুল আইয়ুব, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এমআর মাহামুদ, কার্যকরী সভাপতি ছোটন কান্তি নাথ, পৌরসভার সচিব মাসউদ মোর্শেদ,  সাংবাদিকএসএম হানিফ, চকরিয়া প্রেসক্লাবের  যুগ্ন-সম্পাদক মুকুল কান্তি দাশ, চকরিয়া পৌরসভার কাউন্সিলর মো: রেজাউল করিম, কাউন্সিলর মুজিবুল হক মুজিব, নজরুল ইসলাম, ভুমিঅফিসের সহকারী তপন কান্তি পালসহ চকরিয়া উপজেলার স্কাউট দলের সদস্যরা।

উল্লেখ্য যে, সম্প্রতি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় উপজেলার বরইতলী এলাকায় পরপর দুইদিন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশু-নারীসহ ১১ জন নিহত হয়। এরপরথেকেই নানা সংগঠন তৎপর হয়ে উঠে নিরাপদ সড়কের দাবিতে। সড়কে সচেতনতা বাড়াতে থেমে নেই প্রশাসনও। জেলা প্রশাসন উদ্যোগ নেয় বিভিন্ন পরিবহনের মালিকশ্রমিক ছাড়াও যাত্রী, পথচারীদের নিরাপদ সড়ক নিয়ে সচেতনতা সৃষ্টিতে।

পাঠকের মতামত: