এম.মনছুর আলম, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া পৌরশহরে পুরাতন বাস টার্মিনাল এস আলম কাউন্টারের সামনে বিএনপি ও জামায়াত শিবিরের ৪০-৫০ নেতাকর্মীরা একত্রিত হইয়া সদ্য ঢাকায় গ্রেনেড হামলা মামলার ঘোষিত রায়কে কেন্দ্র করিয়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চিরিংগা বক্সরোড়ে এসে তারেক রহমানসহ বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে আদালতের ফরমায়েশি রায় বলিয়া সরকার বিরোধী নানা শ্লোগান দেয়।এ সময় গাড়ী ভাংচুরসহ অন্তর্ঘাত মূলক কর্মকান্ড চেষ্ঠার অভিযোগে চকরিয়ায় বিএনপির ২৫জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ ওই মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতারপুর্বক জেলহাজতে পাঠিয়েছে। ১৩অক্টোবর থানার এস আই আবদুল বাতেন বাদি হয়ে মামলাটি রুজু করেছেন। মামলার এজাহারে ২৫জনের নাম উল্লেখ্য ও আরো ২০-২৫জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার এজাহারনামীয় আসামিরা হলেন, উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের আবদুল মতলবের ছেলে জসিম উদ্দিন, চকরিয়া পৌরসভার কোচপাড়া এলাকার মৃত শামসুল আলমের ছেলে কাইছার হামিদ, করাইয়াঘোনা এলাকার আবদুল গণি ছেলে মো: বেলাল উদ্দিন, কাকারা ৪নম্বর ওয়ার্ডের নুর ইসলামের ছেলে মো: রিয়াদ, ডুলাহাজারা নতুন পাড়া এলাকার আবদুল্লাহ আল নোমান, কাকারা ২নম্বর ওয়ার্ডের আকবর আহমদের ছেলে মিনহাজ, কৈয়ারবিল ৭নম্বর ওয়ার্ডের ওয়াদুদ, পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বাঁশঘাটা রোড় এলাকার মোক্তার হোছনের ছেলে আবু বক্কর, থানা রাস্তার মাথা এলাকার সোলতান আহমদের ছেলে মো: জয়নাল আবেদীন, ভরামুহুরী ৪নম্বর ওয়ার্ডের মৃত ইসলাম মাষ্টারের ছেলে কুতুব উদ্দিন কমিশনার, চিরিংগা ৮নম্বর ওয়ার্ডের মো: শুক্কুরের ছেলে এজাজুল, পৌরসভার ভরামুহুরী এলাকার আমির হোছেনের ছেলে মো: জয়নাল, ভরামুহুরী এলাকার মৃত ইসলাম মাষ্টারের ছেলে বাহাদুর, নামার চিরিংগা এলাকার মৃত নছর আলীর ছেলে আব্দুর রহিম, কাকারা পুলের ছড়া এলাকার ইছহাক আহম্মদের ছেলে মো: সাবু, ডুলাহাজারা ডুমখালী এলাকার মো: হোসেনের ছেলে মো: নজির আহমদ, জিদ্দাবাজার ৯নম্বর ওয়ার্ড এলাকার আব্দুর শুক্কুরের ছেলে আবদুর রহমান, চিরিংগা কোচপাড়া এলাকার কালা মিয়া ছেলে মনজুর মোর্শেদ, পালাকাটা এলাকার নুর হোসেনের ছেলে মহিউদ্দিন পুতু, পালাকাটা ১নম্বর ওয়ার্ডের হোছন আলীর ছেলে আবদুল হাফেজ, সাহারবিল দক্ষিণ পাড়া এলাকার ফরুক আহাম্মদের ছেলে মো:বেলাল উদ্দিন, হালকাকারা ২নম্বর ওয়ার্ডের কুতুব উদ্দিন সোহেল, উত্তর লক্ষ্যারচর এলাকার মৃত শাহ আলমের ছেলে আকবর, লক্ষ্যারচর ৯নম্বর ওয়ার্ড পূর্ব পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে আবদুল খালেক, পেকুয়া উপজেলার শেখের কিল্লা ঘোনা এলাকার মৃত মকছুদ আহাম্মদের ছেলে মুনতাজির কামরান জাবিদ প্রকাশ মুকুট। তাদের মধ্যে প্রথম তিনজনকে পুলিশ ঘটনারদিন ১৩অক্টোবর চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা জনতা মার্কেট থেকে গ্রেফতার করেছে।
মামলার এজাহারে বাদি চকরিয়া থানার এসআই আবদুল বাতেন দাবি করেন, গ্রেনেড হামলা মামলার ঘোষিত রায়কে কেন্দ্র করিয়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চিরিংগা বক্সরোড়ে এসে তারেক রহমানসহ বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে আদালতের ফরমায়েশি রায় বলিয়া সরকার বিরোধী নানা শ্লোগান দিয়ে এ সময় টম টম গাড়ী ভাংচুর করে। মামলার রায়কে ঘিরে নাশকতার উদ্দেশ্যে ঘটনার দিন এজাহারনামীয় ও অজ্ঞাত বিএনপির নেতাকর্মীরা চকরিয়া শহরের চিরিঙ্গা জনতা মার্কেট পয়েন্টে জড়ো হয়। ওইসময় তাঁরা কয়েকটি গাড়িতে হামলা করে। ঘটনার পর বাদি ও থানা পুলিশের সঙ্গিয়দল তাৎক্ষনিক ঘটনাস্থলে অভিযান চালিয়ে গাড়ির ভাংচুর করা কিছু কাঁচের টুকরো উদ্ধার করেন। ওইসময় ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।
পাঠকের মতামত: