ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

কোর্ট ফাইলের ভেতর ৪৬৮০ ইয়াবা, পাচারকারী আটক

কক্সবাজার শহর সংবাদদাতাঃ 
কোর্ট ফাইলের ভেতর লুকিয়ে পাচারকালে ৪৬৮০ ইয়াবাসহ নুরুল আলম (৪৭) নামের একজন মাদক পাচারকারীকে আটক করে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
৬ জানুয়ারী বিকাল ৪ টায় কক্সবাজার বিমানবন্দর তল্লাশি গেইট থেকে তাকে আটক করা হয়েছে।
আটক নুরুল আলম উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজির পাড়া গ্রামের মৃত ফকির আহম্মদের ছেলে। সে কোর্ট ফাইলের ভিতরে করে বিশেষ কায়দায় ইয়াবাগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলো বলে স্বীকৃতি দিয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, বিশেষ কায়দায় ইয়াবা পাচারের সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে পাচারকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবদুল মালেক তালুকদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার মডেল থানায় মামলা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান সোমেন মন্ডল।

পাঠকের মতামত: