ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

কক্সবাজারে শহীদ দৌলত ময়দানে চারদিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলা শুরু

প্রেস বিজ্ঞপ্তি ::

স্বাধীনতাবিরোধীরা আজ আবারো এক হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুন্ঠিত করার জন্য নানা চক্রান্ত করে যাচ্ছে। একাত্তরের নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে পাওয়া এদেশে সাম্প্রদায়িক গোষ্ঠীর সকল চক্রান্ত রুখে দাঁড়াতে হবে। তরুণ প্রজন্মকে সেই গুরুদায়িত্ব নিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তির পতাকাতলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যুদ্ধাপরাধী-স্বাধীনতাবিরোধীদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের সজাগ থাকতে হবে।
গতকাল ১৬ ডিসেম্বর শহীদ দৌলত ময়দানে মহান বিজয় দিবসে সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের উদ্যোগে চারদিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলা উদ্বোধনকালে কক্সবাজার জেলার মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী উপরোক্ত বক্তব্য রাখেন। উদ্বোধনের প্রাক্কালে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মুক্তি’র সাধারণ সম্পাদক এড. রনজিত দাশ। এসময় আরো উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সাধারণ সম্পাদক নজিবুল ইসলামসহ সাংবাদিক, রাজনীতিক,  সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় সংগীত, রণসঙ্গীত ও দেশাত্মবোধক নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে চারদিন ব্যাপি মুক্তিযুদ্ধের বিজয়মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর পরই একটি বিজয় রর্যালী কক্সবাজার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। আজ ১৭ডিসেম্বর কক্সবাজার শহীদ দৌলত ময়দানে বিজয়মেলার প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে মুক্তিযুদ্ধের আলোচনা সভা, গান, আবৃত্তি, নৃত্য ও নাটক অনুষ্ঠিত হবে। আজকের আলোচনা সভায় অতিথি থাকবেন প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, মুক্তির নির্বাহী পরিচালক বিমল চন্দ্র দে। সভাপতিত্ব করবেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, সঞ্চালনা করবেন কক্সবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম।
কাল ১৮ ডিসেম্বর যথারীতি আলোচনা সভা, গান, আবৃত্তি, নৃত্য ও নাটক অনুষ্ঠিত হবে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট রাজনীতিক, মুক্তির সাধারণ সম্পাদক এড. রনজিত দাশ, বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ। সঞ্চালনায় থাকবেন সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেল। মুক্তিযুদ্ধের বিজয়মেলার শেষ দিনের (১৯ ডিসেম্বর) আলোচনায় অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ সোমেশ্বর চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সিরাজুল মোস্তফা,জেলা খেলাঘরের সভাপতি আবুল কাশেম বাবু, সভাপতিত্ব করবেন নজিবুল ইসলাম, সঞ্চালনা করবেন রিদুয়ান আলী। মুক্তিযুদ্ধের বিজয়মেলার সকল অনুষ্ঠানে কক্সবাজারের সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ।।।

পাঠকের মতামত: