ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

ফারুক আহমদ, উখিয়া ::

কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। ২২ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল ৮টার দিকে কোটবাজার দক্ষিণ স্টেশনের ঝাউতলা সড়কে মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটেছে। নিহত স্কুল ছাত্রের নাম মো: মুসলিম উদ্দিন (১৪)। সে হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ বড়বিল গ্রামের মৃত মোজাফ্ফর আহমদের পুত্র।

জানা যায়, মো: মুসলিম উদ্দিন পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। সকালে প্রাইভেট পড়তে আসার সময় ঝাউতলা সড়কে কোটবাজারমূখী টমটমের ধাক্কায় গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায় বলে প্রত্যক্ষদর্শীয়রা জানিয়েছে।

এ ব্যাপারে পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল আহসান মানিক জানান, তাঁর বিদ্যালয়ে অষ্টম শ্রেণির অধ্যয়নরত ছাত্র মুসলিম উদ্দিনের মৃত্যুর ঘটনায় স্কুলে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল খায়ের সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত: