ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

ইলিশিয়া উচ্চ বিদ্যালয় খাগড়াছড়ি জেলাকে হারিয়ে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা চট্টগ্রাম বিভাগে চ্যাম্পিয়ন

এম.জিয়াবুল হক, চকরিয়া ::  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ৪৭ তম জাতীয় গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কক্সবাজার জেলার চ্যাম্পিয়ন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া উপজেলার ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় এবার খাগড়াছড়ি পার্বত্য জেলাকে পরাজিত করে চট্টগ্রাম বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল মঙ্গলবার বন্দর নগরী চট্টগ্রামের কলেজিয়েট স্কুল মাঠে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়।

ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ এম.গিয়াস উদ্দিন বলেন, খাগড়াছড়ি জেলা দলের বিপক্ষে কক্সবাজার জেলার পক্ষ হয়ে জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র মোঃ সালাহ্্ উদ্দিনের নেতৃত্বে ১৬ জন খেলোয়াড় টুর্নামেন্টের ফাইনালে অংশ নেন।

অনুষ্ঠিত টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য প্রদর্শণে সক্ষম হওয়ায় আমাদের প্রতিষ্ঠান বিভাগীয় চ্যাম্পিয়ণ হয়ে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে। খেলা শেষে বিজয়ী দল ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়কে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন অতিথিবৃন্দ।

বিজয়ী ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে পুরুস্কার গ্রহণ করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী। পুরুস্কার প্রদান করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিদপ্তরের উপ-পরিচালক মোঃ জসিম উদ্দিন। ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় বিভাগীয় চ্যাম্পিয়ণ হওয়ায় এলাকার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের বন্যা শুরু হয়। এদিকে জেলা চ্যাম্পিয়ন ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানিয়েছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী। ##

পাঠকের মতামত: