ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

শিশুর হাতে শিশু খুন

‘বেশি কান্না করতেছে, কুপাইছি- এখন কান্না করতেছে না’

পেকুয়া প্রতিনিধি :: কক্সবাজারে বড় বোনের দায়ের কোপে ছোট বোনের মৃত্যু হয়েছে। আড়াই মাস বয়সী ছোট বোনের কান্না থামাতে এ ঘটনা ঘটায় আড়াই বছর বয়সী বড় বোন। শনিবার (২৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের ঝুমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আইনি পদক্ষেপ না নিয়ে দাফনের ব্যবস্থা করায় একদিন পর ঘটনাটি জানাজানি হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, কম জনবসতিপূর্ণ পাহাড়ি এলাকায় নিহত শিশুর পরিবার বসবাস করে আসছিল। নিহত শিশুটির আরো চার বোন আছে। তাদের বয়স যথাক্রমে ১২, ৯, ৭ ও আড়াই বছর।

নিহত শিশুর মা জানান, শনিবার দুপুরে আড়াই মাস ও আড়াই বছরের দুই মেয়েকে নিয়ে তিনি ঘরের মেঝেতে ঘুমাচ্ছিলেন। এ সময় ঘরের পাশে একটি খোলা জায়গায় কয়েকজন শিশু ক্রিকেট খেলছিল। ক্রিকেট বল পড়ে পাহাড়ের ঢালুতে তার পানের বরজের ক্ষতি হচ্ছিল দেখে শিশুদের খেলতে বাধা দিতে যান তিনি। সেখান থেকে ঘরে ফিরে দেখেন, ঘরের মেঝেতে আড়াই মাসের মেয়েটির রক্ত পড়ে আছে। পাশে দা নিয়ে দাঁড়িয়ে ছিল আড়াই বছরের মেয়েটি। এ সময় মেয়ে মাকে বলে, ‘বেশি কান্না করতেছে। কুপাইছি। এখন আর কান্না করতেছে না।’

পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল হক বলেন, শিশুটির মুখে শুধু দায়ের কোপের চিহ্ন। তার মুখমণ্ডলে অন্তত আটটি কোপের চিহ্ন দেখা গেছে। আমি মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ঘটনা জেনেছি। দুটি শিশুই অবুঝ। তাদের মা-বাবারও কোনো অভিযোগ নেই। শুনেছি পরিবার সদস্যরা নিহত শিশুকে দাফন করেছে ।

পাঠকের মতামত: