ঢাকা,সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

চকরিয়া-পেকুয়ার আইনশৃঙ্খলার উন্নয়নে সবাইকে কাজ করতে হবে -এমপি জাফর আলম

এম.জিয়াবুল হক, চকরিয়া :: পেকুয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার (২০ জানুয়ারি) উপজেলা পরিষদের হলরুমে অনুষ্টিত হয়েছে। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোতাছেম বিল্যাহ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।

অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এড. কামাল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যন উম্মে কুলসুম মিনু, ভাইস চেয়ারম্যান আজিজুল হক, পেকুয়া উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল, সদস্য সচিব আবুল কাশেম, পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, উজানটিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সালামত উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বারবাকিয়ার চেয়ারম্যান এইচ এম বদিউল আলম, রাজাখালী চেয়ারম্যান ছৈয়দনুর,মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবির, উপজেলা হাসপাতালের টি এইচ ডা. মোহাম্মদ ছাবের, উজানটিয়া আওয়ামীলীগের সভাপতি এম তোফাজ্জল করিম, জিএম সি ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক জহির উদ্দিন ছাড়াও স্থানীয় সাংবাদিক, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

আইন শৃংখলা কমিটির সভায় এমপি জাফর আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতের পরশে পরিকল্পিত উন্নয়নে কক্সবাজার জেলাকে ঢেলে সাজানো হচ্ছে। সেই আলোকে জেলার অনেকগুলো মেগাউন্নয়ন প্রকল্পের মধ্যে চকরিয়া-পেকুয়া উপজেলার বিভিন্ন পয়েন্টে উন্নয়ন কাজ অব্যাহত আছে। আমরা চাই সরকারি এসব উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি চকরিয়া-পেকুয়া উপজেলার প্রতিটি জনপদে আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশের সঙ্গে জনপ্রতিনিধিসহ সবাইকে কাজ করতে হবে। তিনি সভায় পেকুয়া উপজেলার আইন শৃংখলা আরো উন্নতিকল্পে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন।

এদিকে পেকুয়া উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় যোগদানের আগে এদিন সকাল থেকে সাংসদ জাফর আলম কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি মহোদয়ের সাথে সরকারি একাধিক অনুষ্ঠানে অংশনেন। ওইসময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপির সঙ্গে সৌজন্য স্বাক্ষাত করে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন সাংসদ আশেক উল্লাহ রফিক, সাংসদ সাইমুম সরওয়ার কমল, নারী সাংসদ কানিজ ফাতেমা মোস্তাক এবং কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান প্রমুখ।

এমপির ব্যক্তিগত সহকারী মো. আমিন চৌধুরী জানান, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি মহোদয়ের সাথে এমপি জাফর আলম যোগ দেন কক্সবাজারস্থ আঞ্জুমানে ইত্তেহাদ এর কার্যালয় পরিদর্শনে। সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগ দেন বিজিবি আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ শেষে যোগদেন জেলার নবম থানা ঈদগাঁও থানা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে।

 

পাঠকের মতামত: