ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় ৪জন আহত

নাজিম উদ্দিন, পেকুয়া ::  কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে মালবাহী ট্রলি (নসিমন) গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক।

আজ  (বৃহস্পতিবার) ৪ জুন  সকাল সাড়ে ৮টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব গোয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী জয়নাল, আশরাফ জানায়, মালবাহী ট্রলি (নসিমন) ও যাত্রীবাহী মিশুক গাড়ি মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, পেকুয়া বাজার- গোঁয়াখালী- সিরাদিয়া সড়কে মাইয়াদিয়া থেকে যাত্রীবাহী একটি মিশুক গাড়ি পেকুয়া বাজারে যাচ্ছিলেন। এ সময় ভোলাইয়াঘোনা মোনাফের মুরগীর ফার্ম পয়েন্টে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রলি গাড়ি মিশুক গাড়িকে ধাক্কা দেয়।

এই সময় যাত্রী ও গাড়ি চালকসহ অন্তত চারজন আহত হয়েছে। এদের মধ্যে নসিমন গাড়ির চালক জিয়া উদ্দিনের (৩৫) পায়ে হাড়ভাঙ্গা  গুরুতর জখম হন।  জিয়াউদ্দিন পেকুয়া সদরের ইউনিয়নের দক্ষিণ বটতলীয়া পাড়ার শফিউল আলমের ছেলে। অপর আহতদের পরিচয় পাওয়া যায়নি।

পাঠকের মতামত: