ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

পেকুয়ায় পাঁচ বসতঘর পুড়ে ছাই

পেকুয়া প্রতিনিধি :: কক্সবাজারের পেকুয়ায় আগুনেপুড়ে ছাই হয়েছে পাঁচ বসতঘর। শনিবার (১৬ মে) বিকেল ৪টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের জালিয়াকাটায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ করে স্থানীয় মরহুম আহম্মদ শরিফের ছেলে ইসমাইল, তার ভাই জামাল উদ্দিন, কামাল উদ্দিন মহিউদ্দিনের পুত্র নাছিম ও মরহুম বাদশার স্ত্রী জাহেদা বেগমের বসতঘর মুহুর্তের মধ্যেই আগুনে পুড়ে শেষ হয়ে যায়। আগুন জ্বলতে দেখে স্থানীয়রা এগিয়ে আসলেও বিদ্যুতের আগুন ভেবে ভয়ে কেউ এগিয়ে যায়নি।

ফলে চোখের নিমিষেই পাঁচটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারণা করছেন স্থানীয়রা।

এদিকে, খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি এম কফিল উদ্দিন বাহাদুর ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্তদের ব্যক্তিগতভাবে ২৫০ কেজি চাল সহায়তা দেন।

পাঠকের মতামত: