ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

আওয়ামী লীগ থেকে বহিষ্কার হলো টৈটং ইউনিয়নের চেয়ারম্যান জাহেদ (আপডেট)

নিউজ ডেস্ক :: কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও টৈটং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দেশের চলমান করোনা ভাইরাস মহামারীতে সরকারি ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হওয়ায় দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। ফলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী দলীয় শৃঙ্খলাভঙ্গের অপরাধে টৈটং শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে তাকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।

এই তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মজিবুর রহমান।

উল্লেখ্য, একই অপরাধে ২৯ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখা এর উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জাহেদুল ইসলাম চৌধুরীকে টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর দায়িত্ব থেকেও সাময়িক বরখাস্ত করা হয়।

পাঠকের মতামত: