ঢাকা,বৃহস্পতিবার, ২ মে ২০২৪

পেকুয়ায় অস্ত্রসহ পিতা-পুত্র আটক

মুহাম্মসদ মনজুর আলম, চকরিয়া :: কক্সবাজারের পেকুয়ায় পুলিশ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী একটি বন্দুক ও ধারালো কিরিচসহ পিতা-পুত্রকে আটক করেছে। রবিবার ভোররাতে উপজেলার শিলখালী ইউনিয়নের দুগর্ম পাহাড়ী জনপদ জারুলবুনিয়া সাপেরগারা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ওই এলাকার মৃত আকবর আহমদের ছেলে আবু তালেব (৪৭) ও তার ছেলে মো. মোর্শেদ (২২)। পেকুয়া থানা সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে এসআই সুমন সরকারের নেতৃত্বে একদল পুলিশ জারুলবুনিয়া সাপেরগারা এলাকায় অভিযান চালিয়ে আবু তালেব ও তার ছেলে মোর্শেদকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি কাটা বন্দুক ও ধারালো কিরিচ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, শিলখালী জারুলবুনিয়াসহ একাধিক দুর্গম পাহাড়ী এলাকায় সম্প্রতি একাধিক বসতবাড়িতে ডাকাতি সংঘটিত হয়। আবু তালেব ও তার ছেলে দু’জনই সন্ত্রাসী ও অস্ত্রধারী। পাহাড়ের বসবাসরত লোকজন তাদের কাছে জিম্মি ছিল।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুল আজম বলেন, আবু তালেব একজন খারাপ লোক, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আটক পিতা-পুত্রের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

পাঠকের মতামত: