ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

রুবেলের উপর হামলার ঘটনায় র‌্যাবের সংবাদ বর্জনের সিদ্ধান্ত ইমজা’র

index_1-2প্রেস বিজ্ঞপ্তি :::

পেকুয়ায় ইউনিয়ন পরিষদের নির্বাচন চলাকালে সময় টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলকে RAB মারধর করার প্রতিবাদে RAB এর সকল ধরনের সংবাদ পরিবেশন ও প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশন (ইমজা)। একই সাথে ঐ ঘটনায় জড়িত কক্সবাজার RAB ক্যাম্পের উপ অধিনায়ক সৈয়দ মহসিনুল হক সহ জড়িতের শাস্তি দাবি করেছ ইমজা। কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি নজিবুল ইসলাম ও সাধারন সম্পাদক তৌফিকুল ইসলাম এক বিবৃতিতে জানিয়েছেন, পেকুয়ার ইউনিয়ন পরিষদের নির্বাচন চলার সময় র‌্যাব উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কাশেমকে রাস্তা থেকে ধরে লাঠিপেটা করতে করতে গাড়িতে তুলে নিয়ে যায়। সময় টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি সুজাউদ্দিন রুবেল ঐ ঘটনার ভিডিও চিত্র ধারন করার সময় কক্সবাজার RAB ক্যাম্পের উপ অধিনায়ক সৈয়দ মহসিনুল হকের নির্দেশে কয়েক জন RAB সদস্য রুবেলকে লাঠিপেটা করে ক্যামরা ছিনিয়ে নিতে চায়। বিনা কারনে কার ইন্দনে রুবেলের উপর হামলা হয়েছে তা জানতে চেয়েছেন সাংবাদিক নেতারা। রুবেলের উপর এই বর্বর হামলার জন্য আজ থেকে কক্সবাজার RAB ক্যাম্পের সকল সংবাদ বর্জন করার জন্য কক্সবাজারে সকল সাংবাদ কর্মীদের প্রতি আহবান জানানো হয়েছে।

পাঠকের মতামত: