ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চকরিয়া থানা ব্যাডমিন্টন টুর্ণামেন্টের পুরষ্কার বিতরণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
চকরিয়া থানা বিজয় দিবস ব্যাডমিন্টন টূর্ণামেন্টের সর্বশেষ ফাইনাল খেলা  ৩ ডিসেম্বর সম্পন্ন হয়েছে । ওইদিন  সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১২টি দলকে নিয়ে নক-আউট পর্বের খেলাটি শত-শত ক্রীড়ামোদি দর্শক নিয়ে উদ্বোধন করেন, চকরিয়া সার্কেলে সিনিয়র সহকারি পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম ও চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো.হাবিবুর রহমান।
বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মতিউল-ইরফান ও রানার্স আপ আরেফিন-পিয়াস দল।
খেলা শেষে চ্যাম্পিযন-রানার্সআপসহ অন্যান্য পুরস্কার প্রাপ্তদের হাতে ট্রপি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম চৌধুরী ও চকরিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম লিটু প্রমুখ ।
টূর্ণামেন্টে চ্যাম্পিয়ন-রানার্সআপ ছাড়াও ফেয়ার প্লে পুরস্কার পান সেমিফাইনালে হেরে যাওয়া জাহেদ-রহমান জুটি।
প্রথম পর্বের ছয়টি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হন এএসপি কাজী মতিউল ইসলাম, শিক্ষানবীশ এএসপি আরেফিন সিদ্দিকী, এসআই গৌতম সরকার, মাস্টার রহমান, আনোয়ার ও শহিদ। টূর্ণামেন্টের সেরা পুরস্কার পান চ্যাম্পিয়ন টিমের সদস্য ইরফান উদ্দিন।
রেফারির দায়িত্ব পালন করেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, মো.সাইফুল, ইব্রাহিম,আনোয়ারসহ ছয়জন।এ খেলার স্পন্সর ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আহমদ রেজা।

পাঠকের মতামত: