ঢাকা,শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় ৪৬টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি

কক্সবাজারের চকরিয়ায় হিন্দু সম্প্রদায়ের বৃহত্তর ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথ ধর্মীয় মর্যাদায় সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে নিরাপত্তা বিষয়ক এক প্রস্ততিমূলক সভা গতকাল রোববার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া পৌরশহরে এস আর প্লাজা দ্বিতীয় তলায় উপজেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে
অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ।
অনুষ্ঠিত সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে গুরুত্বারোপ করে দিকনির্দেশনামূলক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) চকরিয়া পৌরসভার  সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার।
তিনি বলেন, সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজা নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সেজন্য প্রতিটি মন্ডপে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী পাশাপাশি স্থানীয় জাতীয়বাদী দল (বিএনপি) নেতাকর্মীরা কঠোর নিরাপত্তা দায়ীত্বে নিয়োজীত থাকবেন। সভায় আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন যেন সুন্দর স্বার্থক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে।
এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) চকরিয়া পৌরসভার সাধারণ সম্পাদক এম. আব্দুর রহিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া পৌরসভর আমীর আরিফুল কবির, পৌরসভা বিএনপি সিনিয়র সহ-সভাপতি এম. গিয়াস উদ্দিন, পৌরসভা বিএনপি সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুধাম কান্তি দাশ, সদস্য প্রদীপ কান্তি দাশ,সুজিত দাশ, চকরিয়া ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের এডমিন অফিসার দীপলাল চক্রবর্তী।
এসময় আরও বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সমন্বয়ক মিঠুন আর্চায্য, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি টিটু বসাক,সাধারণ সম্পাদক নীলোৎপল দাশ নিলু। সভায় সঞ্চালনায় ছিলেন চকরিয়া  উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তপন সুশীল, পৌরসভার সহসভাপতি উওম দে। এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক ও বিভিন্ন ইউনিয়ন পূজা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বর্তমান প্রেক্ষাপটে সাম্প্রতিক বিষয় উপেক্ষা করে হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান এই শারদীয় দুর্গাপূজাকে সুষ্ঠু সুন্দরভাবে চলার বিভিন্ন দিকনির্দশা নিয়ে আলোচনা করেন।
কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের দিক নির্দেশনা মোতাবেক চকরিয়া উপজেলা ও পৌরসভা এলাকায়  ৪৬টি প্রতিমা পূজা ৪৩ টি ঘট পূজা অনুষ্ঠিত হবে।
উৎসবমুখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া কোনো দুষ্কৃতকারী যাতে সুন্দর পরিবেশকে বিনষ্ট করতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকার ও দুর্গাপূজা উৎসবমুখরভাবে পালন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পূজামন্ডপের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পাঠকের মতামত: