ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

পেকুয়া উপজেলা পরিষদে জাহাঙ্গীর আলমকে বহালে হাইকোর্টের নির্দেশ

পেকুয়া প্রতিনিধি ::  কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর অালমকে বহালের নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট বিভাগ। যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজার জেলা প্রশাসককে ব্যবস্থা নেওয়ার জন্যও বলা হয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জহিরুল ১৭ নভেম্বর এরকম একটি অাদেশ জারী করে বিজ্ঞপ্তি প্রকাশ করেন। যার স্বারক নং ৪৬.০৪৫.০২৭.০৮.৫৩.০৫৩.২০১৫-৮১৯।

উল্লেখ্যঃ র্যাব কর্তৃক একটি মামলায় জাহাঙ্গীর অালমের সাজা হলে পেকুয়া উপজেলা পরিষদের অাসন শুন্য ঘোষণা করে তাকে বহিস্কার করেন। পরে মহামান্য হাইকোর্টে সাজার বিরুদ্ধে রিট পিটিশন করে জামিন প্রাপ্ত হন। একই সাথে অাসন শুন্য ও বহিস্কার অাদেশের বিরুদ্ধে রিট পিটিশন দায়ের করেন। সর্বশেষ অাজ রবিবার স্থানীয় সরকার বিভাগ, উপজেলা শাখা-২ এ অাদেশ জারী করেন।

পাঠকের মতামত: