ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় পুকুরে ডুবে ২ বছর বয়সী শিশুর মৃত্যু

 পেকুয়া প্রতিনিধি :: পেকুয়ায় পুকুরে ডুবে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। জানা যায় আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের শেখেরকিল্লাঘোনা এলাকায় এ ঘটনাটি ঘটে৷

নিহত শিশুর নাম আবু নওয়াদ (২)। সে ওই এলাকার ব্যবসায়ী আবুল বশরের পুত্র। ৪ ভাইয়ের মধ্যে আবু নওয়াদ সবার ছোট।

নিহত শিশুর চাচা পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম চকরিয়া নিউজকে বলেন, ‘সকালে সবাই যার যার কর্ম নিয়ে ব্যস্থতার ফাঁকে শিশু নওয়াদ খেলতে খেলতে বাড়ির অদূরে একটি পুকুরের পানিতে পড়ে যায়৷ সকাল ১০টির দিকে মা তাকে খুঁজে না পেয়ে প্রথমে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। পরে বাড়ির অদূরে একটি পুকুরে তার লাশ ভেসে উঠে।’

এসময় তাকে উদ্ধার করে পেকুয়া সদর হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন৷

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় চেয়ারম্যান এম বাহাদুর শাহ চকরিয়া নিউজকে জানান, বাড়ির সবার অগোচরে শিশু নওয়াদ ঘরের অদূরে একটি পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে গেলে তার করুণ মৃত্যু হয়।’

এদিকে শিশু নওয়াদের করুণ মৃত্যুতে তার মা ও স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ ভারী হয়ে উঠে।

পাঠকের মতামত: