ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় এস কে হ্যাচারীতে পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-২

পেকুয়া প্রতিনিধি ::  কক্সবাজারের পেকুয়ায় মাদক আস্তানা খ্যাত এস কে হ্যাচারীতে পুলিশ অভিযান চালিয়েছে। এ সময় পুলিশ ইয়াবাসহ এস কে হ্যাচারীর মালিক জাহেদুল ইসলাম ও ফোরকানকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার জাহেদুল ইসলাম (৪৫) শিলখালীর মিয়াজান পাড়া গ্রামের মৃত মৌলভী এমদাদুল হকের ছেলে ও ফোরকান (৩২) ওই ইউনিয়নের মুন্সীমুরা গ্রামের মোস্তাক আহমদের ছেলে।

শনিবার (১৯অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের মিয়াজান পাড়াস্থ হ্যাচারী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল আজম জানায়, এএসআই তৈয়বের নেতৃত্বে এস কে হ্যাচারীতে অভিযান চালানো হয়। রাতেই তাদের দুইজনকে আটকের পাশাপাশি ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে থানার এসআই সুমন সরকার বাদি হয়ে মামলা রুজু করে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: