ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

কারামুক্ত হলেন পেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম

পেকুয়া প্রতিনিধি :: সাজাপ্রাপ্ত একটি মামলায় দীর্ঘদিন কারাভোগ করার পর জেল মুক্ত হলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কক্সবাজার কারাগার থেকে তিনি মুক্তিলাভ করে কারাগার থেকে বের হয়েছেন। কক্সবাজার জেলা কারাগার থেকে বের হওয়ার পর নেতাকর্মী ও স্থানীয় জনগণ ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন।

এসময় তিনি পেকুয়াবাসীকে বলেন, মহান আল্লাহ আমার সহায় আছে এবং আপনাদের দোয়ায় আমি আপনাদের মাঝে ফিরে এসেছি। আপনাদের এ ভালবাসার ঋণ আমি কখনো শোধ করতে পারবোনা। জামিন প্রাপ্তিতে সকলের সহযোগিতায় আমি কৃতজ্ঞ।

পাঠকের মতামত: