ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

পূজা মন্ডপে ভক্তের ঢল আজ মহানবমী

কক্সবাজার প্রতিনিধি ::
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার দ্বিতীয় দিনে গতকাল রোববার পূজামন্ডপগুলোতে ভক্তের ঢল নেমেছে। মন্দিরে মন্দিরে পূজার মন্ত্রোচ্চারণ, ধূপ-ধুনোয় ভক্তদের নৃত্য আরতি, ঢাক-ঢোল, কাঁসর-মন্দিরার পাশাপাশি মাইকের আওয়াজ আর বর্ণাঢ্য আলোকচ্ছটায় জেলার পূজামন্ডপগুলো উদ্ভাসিত হয়ে উঠে। সর্বত্র বিরাজ করে সাজ-সাজ রব।
রোববার মহাঅষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজা এবং দুপুর ২টা ২৭ থেকে ৩টা ১৪ মিনিটের মধ্যে সন্ধিপূজা অনুষ্ঠিত হয়। আজ সোমবার মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজা হবে। আগামীকাল বিজয়া দশমীতে সকাল ৯ টায় পূজা সমার্পণ ও পরে দর্পণ বিসর্জন-শান্তিজল গ্রহণ করা হবে।

কক্সবাজার জেলায় প্রতি বছরের মতো এবারও সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন অনুষ্ঠান হবে কক্সবাজার সমুদ্র সৈকতে। লাখো ভক্তের উপস্থিতিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ ধর্মীয় উৎসবের।
পুরাণে আছে, অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হন দেবতারা। অসুর শক্তির বিনাশে অনুভূত হলো এক মহাশক্তির আবির্ভাব। দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হলেন অসুরবিনাশী দেবী দুর্গা।

পাঠকের মতামত: