ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় পানিতে ডুবে কলেজছাত্রীর মৃত্যু

এম.জুবাইদ, পেকুয়া ::  কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে বেলি সুলতানা রুচি (১৭) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের শেখেরকিল্লা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বেলি সুলতানা একই এলাকার মকসুদ আহমদের মেয়ে এবং পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের প্রথম বর্ষের ছাত্রী। সদর ইউপির চেয়ারম্যান বাহাদুর শাহ বলেন, কলেজছাত্রী রুচি মৃগী রোগী ছিল। সকালে কলেজ থেকে ফিরে সে নিজেদের পুকুরে গেলে পানিতে ডুবে যায়। পরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পায় স্থানীয় বাসিন্দা ও স্বজনরা। পরে তাকে উদ্ধার করে সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূঁইয়া বলেন, ‌‌‌কলেজছাত্রীর মৃত্যুর বিষয়টি ইতোমধ্যে শুনেছি। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

পাঠকের মতামত: