ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

দুর্নীতিবাজ মুক্তি এনজিও’র সভাপতি শিবুলালকে গ্রেফতার দাবি -চকরিয়া পুজা উদযাপন পরিষদ

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলা সভাপতি, কক্সবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও এনজিও মুক্তি কক্সবাজার এর সাধারন সম্পাদক এডভোকেট রঞ্জিত দাশ এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগকারী দ্বৈত নাগরিক, অর্থ পাচারকারী ও মুক্তি এনজিও সংস্থা কক্সবাজারের সভাপতি চিহিৃত দুৃনীতিবাজ শিবু লাল দেবদাসকে অবিলম্বে গ্রেফতারের দাবি উঠেছে।

সংখ্যালঘু সম্প্রদায়ের ভাবমূর্তি বিনষ্টকারী শিবুলাল দেবদাসকে অবিলম্বে গ্রেফতার পুর্বক আইনের আওতায় আনার দাবীতে এবং মিথ্যা বিভ্রান্তি মূলক সংবাদের তীব্র নিন্দা জানিয়ে গতকাল বুধবার বিকালে চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চকরিয়া উপজেলা ও পৌরসভা শাখার আয়োজনে চকরিয়া পৌরশহরের চিরিংগাস্থ এসআর প্লাজা মার্কেটস্থ উপজেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা পূজা উদযাপণ পরিষদের সভাপতি তপন দাশ।

সভায় সভার শুরুতে পবিত্র গীতা পাঠ করেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘ চকরিয়া উপজেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বৈষ্ণব। এতে প্রধান অথিতির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পূজা উদযাপনের সহসভাপতি ব্যাংকার সুধাম দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক হারাধন দাশ,জাতীয় হিন্দু মহাজোট চকরিয়া সভাপতি এস কে আর্চায্য, পৌরসভা পূজা কমিটির সভাপতি টিটু বসাক, চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, পৌরসভা সম্পাদক নিলুৎফল দাশ,উপজেলা নির্বাহী সদস্য সুধাংশু বিমল সুশীল, জেলা হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি পলাশ সুশীল। সভায় বক্তব্য রাখেন ফাসিয়াখালী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নরোত্তম দাশ,পৌরসভা জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সাধারণ সম্পাদক রাজিব দাশ,বাংলাদেশ সনাতনী সেবক সংঘ চকরিয়া উপজেলার যুগ্ন সাধারণ সম্পাদক,পৌরসভার সহ সভাপতি সুজিত দাশ,সনাতনী সেবক সংঘ চকরিয়া উপজেলা ভুবন নাথ,মানিক দে,হিন্দু মহাজোট চকরিয়া শাখার সভাপতি প্রসেনজিৎ ধর,সনাতনী সেবক সংঘ ডুলাহাজারা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক লিটন দাশ,সাংবাদিক রাজু দাশ,বাংলাদেশ সনাতনী সেবক সংঘ চকরিয়া উপজেলা সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুধীর চন্দ্র দাশের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন সম্পাদক তপন সুশীল,দপ্তর সম্পাদক কৈলাশ দে, সুনীল বিহারী নাথ,আশিষ বসাক, ডা: সুমন নাথ,মিঠু বসাক বাংলাদেশ সনাতনী সেবক সংঘ চকরিয়া উপজেলার গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক আশীষ মল্লিক,সহ সাংগঠনিক সম্পাদক শ্রীনন্দ দাশ,সদস্য গোপাল দে,উত্তম মল্লিক,ডুলাহাজারা ইউনয়ন সাধারণ সম্পাদক রূপন নাথ,সদস্য রিমন দাশ, সুজন, সজীব দাশ শিলক মল্লিক প্রমুখ।

অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ক্সবাজার জেলা পূজা উদযাপনের সহসভাপতি ব্যাংকার সুধাম দাশ বলেছেন, মুক্তি এনজিও সংস্থার সভাপতি শিবুলাল দেবদাস একজন চিহিৃত দুর্নীতিবাজ। সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অনুভুতিকে কাজে লাগিয়ে তিনি এনজিও সংস্থার বিভিন্ন খাতে ব্যাপক অনিয়ম ও দূর্নীতিতে মেতেছে। ইতোমধ্যে তাঁর অপকর্মের খতিয়ান গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এ ধরণের একজন দুর্নীতিবাজ ব্যক্তির কারনে গোটা সংখ্যালঘু সম্প্রদায়ের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে।

তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সবসময় শান্তিতে বিশ^াসী। কিন্তু শিবুলাল দেবদাস সংখ্যালঘু সম্প্রদায়ের সেই বিশ^াস ও ভাবমূর্তিকে বিনাশ করেছেন। সেইজন্য আজকে সর্বস্তরের মানুষের কাছ থেকে দাবি উঠেছে, সংখ্যালঘু সম্প্রদায়ের ভাবমুর্তি বিনষ্টকারী শিবুলাল দেবদাসকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। তাকে আইনের আওতায় আনতে হবে। ##

পাঠকের মতামত: