ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

কক্সবাজারের জেলা প্রশাসকের নামে চাঁদা দাবি!

নিউজ ডেস্ক ::   কক্সবাজারের জেলা প্রশাসকের নাম দিয়ে প্রতারক চক্রের বিরুদ্ধে রোহিঙ্গা শিবিরের ত্রাণ কার্যক্রমের কথা বলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। মোবাইল ফোন অপারেটর রবি ‘র একটি নম্বর থেকে দেশের একটি ওষুধ কম্পানির ব্যবস্থাপনা পরিচালকের কাছে জেলা প্রশাসকের নামে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

দাবি করা চাঁদার টাকার জন্য ওই ওষুধ কম্পানির ব্যবস্থাপনা পরিচালককে বার বার ধমকের সুরে তাগিদ দেওয়ার কারণে সন্দেহের সৃষ্টি হয়।
বিষয়টি নিয়ে কক্সবাজার জেলা বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান জানান, জেলা প্রশাসকের নামে চাঁদা দাবির মোবাইল পেয়ে ওষুধ কম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক আমাকে জানান। আমি তৎক্ষণাৎ জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করলে বিষয়টি ভুয়া প্রমাণিত হয়।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন এ বিষয়ে বলেন, রবি সিমের উক্ত ভুয়া মোবাইল নম্বরটি নিয়ে কোনো প্রতারক আমার নামে চাঁদা দাবির বিষয়টি আমাকে আজ (শনিবার) দুপুরে জানানো হয়েছে। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার নিকট ব্যবস্থা নিতে মোবাইল নম্বরটি দিয়েছি।

প্রসঙ্গত, এর আগে গেল মাসে এভাবে মোবাইলে জেলা প্রশাসকের নামে চাঁদা দাবির ঘটনায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছিল।

পাঠকের মতামত: