ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ঈদগাঁহে সড়ক দূর্ঘটনায় টানা তৃতীয় দিনে প্রাণ ঝরল শিশুর

আনোয়ার হোছইন, ঈদগাঁহ (কক্সবাজার) প্রতিনিধি ::  মহাসড়কের কক্সবাজার সদরের ঈদগাঁহতে সড়ক দূর্ঘটনায় লাশের মিছিল থেমে নেই।টানা তৃতীয় দিনে আবারো ঝরে পড়ল অবুঝ শিশুর প্রাণ।শনিবার (১৭ আগষ্ট) সকালে সড়কের ঈদগাঁহ ইসলামাবাদের খোদাই বাড়ি অংশে এ দূর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সুমাইয়া (৭ )। সে উক্ত এলাকার জুনায়েদের কন্যা ।সংবাদ পেয়ে প্রথমে ঈদগাঁহ তদন্ত কেন্দ্রের এ এস আই ইকবাল ও পরে মালুমঘাট হাইওয়ে পুলিশের পৃথক দল ঘটনাস্থলে পৌছেন।প্রত্যক্ষদর্শীরা জানান,কক্সবাজারগামী সেন্ট মার্টিন পরিবহনের একটি বাস অপর একটি গাড়িকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী শিশুটিকে চাপা দেয়।এতে শিশুটি ঘটনাস্থলেই প্রাণ হারায়।

মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো জসিম উদ্দিন সড়ক দূর্ঘটনায় শিশুটির মৃত্যু হয় বলে নিশ্চিত করেন।

ঈদগাঁহ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামান খান,দূর্ঘটনার সংবাদ পেয়েই যানজট নিরসনে পুলিশ দলে পাঠিয়ে  তড়িৎ ব্যবস্থা নেন বলে জানান। মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ  নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানান।উল্লেখ্য,মহাসড়কের ঈদগাঁহে টানা তৃতীয় দিনে সড়ক দূর্ঘটনায় তিন জনের নির্মম মৃত্যু হল।এর জন্য সচেতন লোকজন বেপরোয়া গাড়ি চলাচল ও সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশের উদাসীনতাকে দায়ী করছেন।

পাঠকের মতামত: