ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

জুম‘আর খুতবা দিতে গিয়ে মসজিদে খতীবের আকস্মিক মৃত্যু

আনোয়ার হোছাইন, ঈদগাঁহ (কক্সবাজার ) প্রতিনিধি :: আজ ১৬ আগষ্ট শুক্রবার পবিত্র জুম‘আর নামাজের খুতবা দিতে গিয়ে আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়েছেন সৌভাগ্যবান এক খতীব।তিনি হচ্ছেন কক্সবাজার সদরের ঈদগাহ’র জালালাবাদ ইউনিয়নের মিয়াজী পাড়ার বাসিন্দা ও স্থানীয় মসজিদের খতীবন মৌলানা জসিম উল্লাহ মিয়াজী (৫৭)। শুক্রবার ১৬ আগস্ট বেলা সোয়া ১টার দিকে মসজিদে এঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী মুসল্লিরা জানান,খতীব মৌলানা জসিম উল্লাহ মিয়াজি পাড়া জামে মসজিদে জুমার নামাজের খুতবা দিতে মিম্বরে উঠতে গিয়ে শরীর কেঁপে উঠে মেঝেতে ঢলে পড়ে।মুসল্লীরা দ্রুত ঈদগাঁওস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।তিনি জালালাবাদ ইউনিয়নের মিয়াজী পাড়া এলাকার মরহুম মৌলনা তোফায়েল আহমদের ২য় পুত্র, এবং ৪ সন্তানের জনক ।মরহুমের ভাতিজা প্যানেল চেয়ারম্যান ওসমান সরওয়ার ডিপো মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন।মরহুম জসিম উল্লাহ মিয়াজি শুধু একজন আলেম বা খতীব হিসেবে পরিচিত নন।তিনি বৃহত্তর ঈদগাঁহ ও উপজেলায় একজন দানবীর,শিল্পপতি,শিক্ষানুরাগি ও সমাজ সেবক হিসেবে এলাকায় ব্যাপক পরিচিত ।এছাড়া তিনি মৃত্যু পর্যন্ত ঈদগাঁহ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীবসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে দায়ীত্বরত ছিলেন।তার এ আকস্মিক মৃত্যুর সংবাদে ঈদগাঁহবাসী হতবাক ও গভীর শোকাহত।রিপোর্ট লিখা পর্যন্ত জানাজা ও দাফনের সময় এবং স্থান নিশ্চিত হওয়া যায়নি।

পাঠকের মতামত: