চকরিয়া প্রতিনিধি :: কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে তৌহিদুল ইসলাম (১৯) নামের এক ছাত্র নিখোঁজ রয়েছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।
আজ ৮আগষ্ট, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের উত্তর সুরাজপুর মাতামুহুরী নদীর চেয়ারম্যান ঘাট এলাকা থেকে সে নিখোঁজ হয়।
নিখোঁজ তৌহিদুল ইসলাম ওই এলাকার আব্দু রহমানের ছেলে এবং চকরিয়া সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র।
স্থানীয় ইউপি মেম্বার মোহাম্মদ রুবেল বলেন, দুপুর আড়াইটার মাতামুহুরী নদীর চেয়ারম্যান ঘাট এলাকায় গোসল করতে নামে তৌহিদুল।
এসময় হঠাৎ করে পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে পানিতে তলিয়ে যেতে দেখে তাকে উদ্ধারে নদীতে নেমে পড়েন। তবে এখনো পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো.সাইফুল হাসান চকরিয়া নিউজকে বলেন, এক কলেজ ছাত্র মাতামুহুরী নদীতে নিখোঁজ রয়েছে বলে খবর পেয়েছি। তাকে উদ্ধারে স্থানীয় লোকজনের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।
পাঠকের মতামত: