ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

ঈদগাঁহে লবন কারখানা শ্রমিকের লাশ উদ্ধার

আনোয়ার হোছাইন ঈদগাঁহ (কক্সবাজার) প্রতিনিধি :: কক্সবাজার সদরের ঈদগাঁহে’র লবন শিল্প এলাকা ইসলামপুরের এক লবন কারখানা থেকে   বশির আহমদ (৪৩) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার হয়েছে।তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি এখনো । ৫ আগষ্ট (সোমবার) দুপুর ২ টার  দিকে লাশটির সন্ধান মিলে। নিহত বশির আহমদ পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের জনগর পাড়ার মৃত মোহাম্মদ হোসেনের  ছেলে।সে তিন সন্তানের জনক বলে জানা গেছে। সংবাদ পেয়ে ঈদগাঁহ পুলিশের এসআই সনজিত চন্দ্র নাথ লাশ উদ্ধার করে সুরহতাল রিপোর্ট  তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বশির আহমদ প্রতিদিনের ন্যায় ঐ লবন মিলে শ্রমিক হিসেবে কাজ করছিল।কাজ করার সময় অসাবধানতাবশত  পূর্ব থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা বিদ্যুৎ তারটি বশিরের শরীরে স্পর্শ হলে মুহূর্তে সে মাটিতে ঢলে পড়ে। দ্রুত উদ্ধার পুর্বক ঈদগাঁওস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লবন কারখানার তানজিন সল্ট ইন্ড্রাস্ট্রিজ লিঃ। মালিকের নাম জাহাঙ্গীর আলম ।সচেতন কারখানা কর্মচারী ও শ্রমিকদের আপসোস মালিক পক্ষের অবহেলার কারণে দিনমজুর শ্রমিক বশিরকে অকালে জীবন দিয়ে স্ত্রী সন্তানদের অনিশ্চিত ও অনিরাপদ জীবনে রেখে চলে যেতে বাধ্য হল। মালিক পক্ষের অবহেলার কারণে যাতে আর কাউকে বশিরের মতো জীবন দিতে না হয় সেদিকে নজর রাখার জন্য মালিক ও কারখানা পরিচালনা পক্ষের নিকট আকুতি জানান।

স্থানীয়ওয়ার্ড মেম্বার নাছির উদ্দীন বিদ্যুৎস্পৃষ্টে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন৷লাশ উদ্বারকারী কর্মকর্তা এসআই সনজিত চন্দ্র নাথের সাথে যোগাযোগ করা হলে জানান,তিনি জেনেছেন শ্রমিকরা দুপুরের খাবারের পর একটু রেষ্ট নিতে যায়।সে সময় অতি গরম থেকে রক্ষা পেতে ফেনের বাতাস নেয়ার জন্য বশির ষ্টেন ফেনের লাইন চালু করতে গেল্ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।বর্তমানে লাশ মর্গে আছে।

পাঠকের মতামত: