ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযানে চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধূরী

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  ডেঙ্গু রোগ প্রতিরোধে মশক নিধন অভিযান অব্যাহত রয়েছে চকরিয়া পৌর এলাকায়। নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চকরিয়া পৌর সভার ৯টি ওয়ার্ডে একযোগে চলছে মশক নিধন অভিযান চলছে।আজ রবিবার (৪ আগষ্ট) দুপুরে চকরিয়া পৌর এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধে মশক নিধন অভিযানের নেতৃত্ব দেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধূরী।

এ সময় পৌর সচিব মাসউদ মোরশেদ, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র বশিরুল আইয়ুব, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মুজিবুল হকসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

চকরিয়া পৌরবাসীর উদ্দেশ্যে মেয়র আলমগীর চৌধূরী চকরিয়া নিউজকে বলেন, বাড়ির আঙ্গিনায় ফুলের টব, প্লাস্টিকের প্যাকেট, ডাবের খোসায় জমে থাকা পানি থেকে এডিস মশার উৎপত্তি হয়। তাই এসব জায়গায় পানি জমে থাকতে দেয়া যাবেনা। এডিস মশা থেকে ডেঙ্গু রোগের বিস্তার ঘটে। এডিস মশা ধবংসে ওষুধ ছিটানোর পাশাপাশি সবাইকে নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখতে হবে। পৌর মেয়র আরও বলেন, চকরিয়া পৌর এলাকাকে ডেঙ্গুমুক্ত করতে প্রতিদিন ওয়ার্ডে ওয়ার্ডে মশক নিধন অভিযান চলছে। সুতরাং ডেঙ্গু নিয়ে পৌরবাসীর আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।তাই ডেঙ্গুমুক্ত চকরিয়া গড়তে সবাইকে একযোগে রোগ প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

পাঠকের মতামত: