ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

খুটাখালীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত

চকরিয়া প্রতিনিধি ::
চকরিয়ার উপজেলার খুটাখালীতে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সাথে ট্রাকের মখোমুখি সংঘর্ষে মো. শাহাব উদ্দিন (৩৫) নামে একজন গাড়ীর হেলপার নিহত হয়েছেন।

আজ শনিবার (২৭ জুলাই) সকাল ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার খুটাখালী তমিজিয়া মাদ্রাসা গেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত শাহাব উদ্দিন চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড হালকাকারা গ্রামের জহির আহমদের ছেলে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. জসিম উদ্দিন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখি শ্যামলী পরিবহনের একটি বাস সকাল ৬টার দিকে মহাসড়কের খুটাখালী তমিজিয়িা মাদ্রাসা গেট এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় বাসের হেলপার শাহাবউদ্দিন। আহত হন ট্রাকের চালক।

মালুমঘাট হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

পাঠকের মতামত: