ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করুন -জেলা আওয়ামী লীগ

বার্তা পরিবেশক ::  ২৫ জুলাই অনুষ্ঠিতব্য কক্সবাজার জেলার ৩টি ইউনিয়ন পরিষদ (হ্নীলা রাশেদ মোহাম্মদ আলী, চকরিয়ার ফাঁসিয়াখালী গিয়াস উদ্দিন চৌধুরী, কুতুবদিয়া বড়ঘোপ আবুল কালাম) উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়রম্যান প্রার্থীদের নৌকা প্রতীকে ভোট দিয়ে এবং নৌকার বিজয় সুনিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয় কক্সবাজার জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায়। সভায় নেতৃবৃন্দ বলেন-জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের ব্যাপক উন্নয়ন দৃশ্যমান। উন্নয়ন ও সমৃদ্ধির এই ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে এবং স্থানীয় সরকার কাঠামোর কার্যক্রম ব্যাপক ভাবে জোরদার করতে প্রতিটি স্তরে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করতে হবে।

নেতৃবৃন্দ দলীয় সকল নেতাকর্মীদের নৌকার প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করার আহবান জানান এবং দলীয় প্রার্থীদের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার প্রত্যয় ঘোষণা করেন।

সভায় ১লা আগষ্ট হতে ৩০ শে আগষ্ট পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মাস ব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে ১ আগষ্ট হতে মাস ব্যাপী কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনিমিত করণ, কালো ব্যাজ ধারণ, খতমে কোরআন, চিত্রাংকন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচী, মানবভোজ, বিশেষজ্ঞ চিকিৎসা সেবা ক্যাম্পসহ বিভিন্ন কর্মসূচী। জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়রের পরিচালনায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন-আশেক উল্লাহ রফিক এমপি, অধ্যাপিকা এথিন রাখাইন, এড. ফরিদুল ইসলাম চৌধুরী, শাহা আলম চৌধুরী রাজা, এড. বদিউল আলম সিকদার, মোঃ শফিক মিয়া, রেজাউল করিম, মাহাবুবুল হক মুকুল, এড. রনজিত দাশ, মাহবুবুর রহমান চৌধুরী, এড. আব্বাস উদ্দিন চৌধুরী, আবদুল খালেক, এস.এম. কামাল উদ্দিন, এড. আয়াছুর রহমান, এড. ফরিদুল আলম, আবু হেনা মোস্তফা কামাল, এইচ.এম. ইউনুছ বাঙ্গালী, কাজী মোস্তাক আহমদ শামীম, এড. তাপস রক্ষিত, এড. অরুপ বড়–য়া তপু, ড. নুরুল আবছার, এম.এ. মনজুর, আমিনুর রশিদ দুলাল, জি.এম. কাসেম, পৌর আওয়ামীলীগ সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, শ্রমিকলীগ সভাপতি জহিরুল ইসলাম সিকদার, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রহিম উদ্দিন, যুব মহিলা লীগ সভাপতি আয়েশা সিরাজ, সাধারণ সম্পাদক তাহমিনা চৌধুরী লুনা, ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন তানিম, ওলামালীগ সাধারণ সম্পাদক মাওলানা রফি উদ্দিন প্রমুখ।র ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা

পাঠকের মতামত: