ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চকরিয়া সাহারবিল আনওয়ারুল উলুম কামিল (এমএ) মাদরাসায় আলিম পরীক্ষা পাশেরহার ৯৬%

চকরিয়া সাহারবিল আনওয়ারুল উলুম কামিল (এমএ) মাদরাসায় আলিম পরীক্ষা পাশেরহার ৯৬%

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
চকরিয়া সাহারবিল আনওয়ারুল উলুম কামিল (এমএ) মাদরাসায় সদ্য প্রকাশিত আলিম পরীক্ষার ফলাফলে ২জন শিক্ষার্থীর এপ্লাস, ৪১ এ সহ  ৯৬% ছাত্র/ছাত্রী পাশ করেছে।

মাদরাসার প্রভাষক আ.ফ.ম ইকবাল হাসান চকরিয়া নিউজকে জানান, ২০১৯ সনের আলিম পরীক্ষায় এ মাদ্রাসা থেকে মোট ২৪১জন ছাত্র/ছাত্রী  আলিম পরীক্ষায় অংশ গ্রহণ করেছে।  গত ১৭ জুলাই’ ১৯ ইং তারিখে প্রকাশিত ফলাফলে ২জন এ প্লাস ও ৪১ জন এ, গ্রেডসহ মোট পরীক্ষাথীদের মধ্যে  ৯৬% শিক্ষার্থী পাশ করেছে। কক্সবাজার জেলায় মাদ্রাসা গুলোর মধ্যে  এ মাদরাসা শিক্ষা বোর্ডে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে । সারা দেশেও এধরণের ফলাফল অর্জিত হয়নি। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফিউল হক মাদরাসার এ কৃতিত্বের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে শোকরিয়া জ্ঞাপন করেন। তিনি আলিম, ফাজিল ও কামিল (হাদিস) ১ম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন। এ মাদ্রায় ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদেরকে স্বল্প সময়ের মধ্যে ভর্তি হয়ে যাওয়ার জন্য তিনি আহবান জানিয়েছেন।

পাঠকের মতামত: